চার ভাইবোনের ক্রিকেট পরিবার, টিমের অন্যরকম অনুভূতি

বাবা অল্পস্বল্প ক্রিকেট খেলেছেন। কিন্তু হয়তো তার কল্পনাতেও ছিল না, তার চার সন্তানও ক্রিকেটকে এতটা আপন করে নিবেন। ব্যাটে-বলের এই খেলাই যেন তাদের জীবন গড়ে দিয়েছে, রাতের খাবার টেবিলেও হয়তো তাদের কথাবার্তাই হয় ক্রিকেট নিয়ে। বলা হচ্ছে, ক্রিকেটার চার ভাইবোনের কথা। বর্তমানে বাংলাদেশ সফরে থাকা আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলছেন সহোদর টিম ও হ্যারি টেক্টর। তার আরেক ভাই জ্যাক আয়ারল্যান্ডের বয়সভিত্তিক দলের নেতৃত্বে ছিলেন। বোন অ্যালিস নারী দলে খেলছেন।
বাংলাদেশে আসার আগে মাত্র দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন টিম। সিরিজের প্রথম দুটি ম্যাচেও ঝলক দেখান টিম। টেক্টর ভ্রাতৃদ্বয় বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে ১৯ বলে ৩২ রান করেন টিম, পরের ম্যাচে ২৫ বলে ৩৮ রান। প্রথম ম্যাচে তার চেয়ে তিন বছরের বড় হ্যারি ৪৫ বলে ৬৯ রান করে আইরিশদের জয়ে বড় অবদান রাখেন।

দুই ভাই কেমন খেলেন, তা বাংলাদেশের মানুষ সামনে থেকে দেখছেন। বাকি দুই ভাইবোনের কথাও সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন জানালেন টিম। সংবাদ সম্মেলনে এসে ২২ বছর বয়সী ওপেনার বললেন, ‘আমরা সবাই বেশ কিছুদিন ধরে খেলছি। আমাদের বড় ভাই জ্যাক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিল- আমার মনে হয় এই এখানেই, বাংলাদেশে। তারপর হ্যারিও বিশ্বকাপে (যুব) একই কাজ করেছে, আমিও।’
চার ভাইবোন ক্রিকেটার, অন্যরকম ভালোলাগা কাজ করে টিমের মনে, ‘আমাদের ছোট একটি বোন আছে, অ্যালিস, সেও নারী দলে ঢুকেছে। আমরা সবাই বড় হয়ে গিয়েছি, আমাদের বাবাও একটু খেলত। আমাদের এই যাত্রায় আমরা সবাই একই ক্লাবে খেলেছি এবং আমরা এটাকে ভালোবাসি। পরিবারের প্রত্যেক সদস্য একই খেলা খেলতে ভালোবাসে, এটা বিরল। কিন্তু এটা দারুণ ব্যাপার। আমরা সবাই একসঙ্গে ক্রিকেট খেলতে ভালোবাসি।’

দুই ম্যাচেই হ্যারির সঙ্গে ব্যাটিং করেছেন টিম। প্রথম ম্যাচে ২৪ বলে ৩১ ও দ্বিতীয় ম্যাচে ২১ বলে ৩১ রান যোগ করেন টেক্টর ভ্রাতৃদ্বয়। বড় ভাইয়ের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ব্যাটিং করা তার জন্য চমৎকার বিষয়।
তিনি বললেন, ‘হ্যারির সঙ্গে ব্যাট করা অবশ্যই খুব ভালো লাগে। ঘরের মাঠে ক্লাবের হয়েও আমরা একসঙ্গে খেলেছি। তাই তার সঙ্গে ব্যাটিং করার অনুভূতি আলাদা কিছু মনে হচ্ছে না। অবশ্যই এটা বেশ বড় উপলক্ষ, তবে এমন কিছু নয় যে আমি অভ্যস্ত নই। ভিন্ন কোনো অনুভূতি হচ্ছে না, স্বাভাবিক লাগছে।’
এফএইচএম/