বিপিএলের শুরু থেকে যেসব বিদেশিকে পাচ্ছে রাজশাহী

বিপিএলের ১২তম আসর মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আজ (শনিবার) থেকে মিরপুরে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। পরবর্তীতে দলটির প্রধান কোচ হান্নান সরকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগামী মঙ্গলবার প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে চলে যাবেন তারা।
হান্নান বলছিলেন, ‘আমি জানিয়ে রাখতে পারি আমরা ২৩ তারিখ (ডিসেম্বর) সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে ২২ তারিখে ছয়জন বিদেশি ক্রিকেটার আমাদের দলে ঢুকে যাবে বা ২৩ তারিখ সকালেও যদি আসতে পারে, সেদিন বিকালের ফ্লাইটে আমরা সিলেট যাব। ছয়জন বিদেশি ক্রিকেটার আমাদের সঙ্গে ডমেস্টিকে ফ্লাই করবে। বিদেশিদের কাছ থেকে এখন পর্যন্ত সব গ্রিন সিগনাল নিয়ে এগোচ্ছি। আমাদের ছয়জন বিদেশি ক্রিকেটার ইনশাআল্লাহ সিলেটে প্রথম দিন থেকেই থাকবে।’
কোন ছয়জন বিদেশি ক্রিকেটারকে শুরু থেকেই পাবে রাজশাহী, সেটিও জানালেন দলটির কোচ, ‘আপনারা এরই মধ্যে জানেন যে আমাদের যে ক্রিকেটাররা রয়েছে সবাই সরাসরি চুক্তি ও নিলাম থেকে নেওয়া। তাদের নামও আপনারা জানেন। এর মধ্যে প্রথম থেকেই থাকবে সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো ও জাহান্দাদ খান।’

প্রিমিয়ার লিগের পর এবার রাজশাহীর হয়েও বিপিএলে শিরোপা জয়ের লক্ষ্য হান্নানের, ‘বেসিক্যালি চ্যাম্পিয়নের (হওয়ার) জন্যই কাজ শুরু করি। তবে ধাপে ধাপে এগোতে হয়। আবাহনীতে যখন (কোচিং) করেছি, তখনও কিন্তু বলেছি যে চ্যাম্পিয়ন হওয়াই চূড়ান্ত লক্ষ্য। তবে নিশ্চিতভাবেই ধাপে ধাপে সময়ের সঙ্গে ম্যাচ-আপ করে কীভাবে এগোনো যায় সেটা লক্ষ্য থাকবে। এ বছরও তার ব্যতিক্রম হবে না।’
একইসঙ্গে বাস্তবতাও মেনে নিচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার, ‘বিপিএলে স্বাভাবিকভাবেই টিম মালিক থেকে শুরু করে যখন ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছি, কাজ করা শুরু করেছি– লক্ষ্যটা চ্যাম্পিয়ন হওয়ার। তবে চ্যাম্পিয়ন হতে গেলে ভাগ্যের বিষয়টা সবসময় চলে আসে। সেই বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। তবে লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন ইনশাল্লাহ।’ আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।
এসএইচ/এএইচএস