সাকলাইন টেপ টেনিসের ক্রিকেটার মানতে নারাজ আকবর

প্রথমবারের মতো বিপিএলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। রাজশাজী ওয়ারিয়র্স তাকে নিলামে ৪৪ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল। ঘরোয়া ক্রিকেটে রংপুর বিভাগের হয়ে তাকে কাছ থেকে দেখেছেন আকবর আলী। ফলে তার দ্রুত উন্নতি দেখে মুগ্ধ যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
বিপিএলে এই দুজন খেলছেন একই দলে। আজ আকবর বলেন, ‘আমি তো ওকে (সাকলাইন) ৩ বছর ধরে কাছ থেকে দেখছি। রংপুর থেকে ৩ বছর ধরে এনসিএল খেলছে। অনেকেই বলাবলি করছে সরাসরি টেপ টেনিস থেকে এসেছে। এটা আসলে ঠিক না। ও ক্রিকেট বলের সঙ্গেও প্রায় ৫-৬ বছর ধরে আছে। ও খুব দ্রুত উন্নতি করছে। ৩ বছর আগে যখন দেখেছি আর এখন যখন দেখছি, ও খুব দ্রুত শিখে।’
পরে রাজশাহীর উইকেটরক্ষক ব্যাটার আকবর বলেন, ‘প্রত্যেক দল গোছানোভাবে চলার চেষ্টা করছে। আমরাও পেশাদারত্ব ঠিক রাখার চেষ্টা করছি। খুবই গোছালো দল।’
রাজশাহী একবার শিরোপা জিতেছে বিপিএলে। আকবর জানান, ‘একটা টুর্নামেন্টে যখন আসি, প্রত্যেক দলেরই লক্ষ্য থাকে। আমাদেরও লক্ষ্য শেষ পর্যন্ত খেলার। পরিকল্পনা অনুযায়ী বললে বলব, টিম ম্যানেজমেন্ট বলেছে ধাপে ধাপে এগোতে। সিলেটে আমাদের খেলা, বিশেষ করে প্রথম দুই ম্যাচ নিয়েই পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।’
বিপিএলের আগে অবশ্য খেলোয়াড়রা ব্যস্ত ছিলেন চারদিনের এনসিএল নিয়ে। আকবর জানালেন, ‘ক্লান্তির কথা যদি বলেন, এনসিএল শেষ করে আমরা প্রায় ৫-৬ দিন বিরতি নিয়েছি। ৫-৬ দিনের বিরতি পেশাদার খেলোয়াড়ের জন্য যথেষ্ট। ক্লান্তির জায়গা তাই নেই। প্রস্তুতি নিয়ে বলব, চারদিনের আগে তো প্রায় সবাই এনসিএল টি-টোয়েন্টি খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটেও দেখবেন প্রতিটি দলের এত ব্যস্ততা, কেউই এক সপ্তাহ দশ দিন এক ফরম্যাটের প্র্যাকটিস করতে পারবে না। প্রতিটি দলই এভাবে তৈরি হচ্ছে। এখানে মানিয়ে নেওয়াই আসল।’
এসএইচ/এফএইচএম