সুজন এখনো বিশ্বাস করেন, জাকের দারুণ খেলোয়াড়

গেল কয়েক মাস ধরে ব্যাট হাতে ভালো করতে পারছেন না জাকের আলী অনিক। চলমান বিপিএলেও নিজের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছেন এই ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তার। তবে জাকেরের ওপর থেকে ভরসা হারাচ্ছেন না নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
জাকেরকে নিয়ে গণমাধ্যমকে সুজন বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি যে জাকের খুবই দারুণ একজন খেলোয়াড় এবং খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমার দলের (নোয়াখালী) জন্য। যদিও ব্যাটিংটা একটু নিচে করছে, ৫-৬ এই জায়গাটা কঠিন হয়। উইকেট পড়ে গেলে থাকতে হয়, আবার শেষের দিকে মারতে হয়।’
পেশাদার ক্রিকেটে অজুহাত চলে না দাবি করে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘তবে পেশাদার খেলোয়াড় হিসেবে সেগুলোর অজুহাতও দেওয়া যাবে না। এগুলো আপনাকে এই কন্ডিশন বিবেচনা করেই খেলতে হবে।’
জাকেরকে মানসিকভাবে চাঙ্গা করার দিকে মনোযোগ দিচ্ছেন সুজন, ‘জাকের একটু অফ ফর্মে আছে। আমরা চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি আসলে। এখন তো আর দক্ষতা পরিবর্তন করার আসলে খুব একটা সময় নেই, যতটা আছে মানসিকভাবে পরিবর্তন। মানসিকভাবে ওকে সমর্থন করার চেষ্টা করছি যাতে ওর হারানো দিনটা ফিরে আসে, ওর একটা ভালো ইনিংস খেলে।’
সুজনের বিশ্বাস, একটি ভালো ইনিংসই জাকেরকে তার পুরোনো ছন্দে ফিরিয়ে আনতে পারে, ‘আমি মনে করি কেবল একটা ইনিংসই হতে পারে... একটা ভালো ইনিংস খেললে আবার জাকের ঠিক হয়ে যাবে। যদিও সুযোগ পাচ্ছে না লম্বা ইনিংস খেলার। একটা ম্যাচে সুযোগ ছিল, অন্যগুলোতে কিন্তু সময় ছিল না বা কম বল খেলতে হয়েছে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি জাকের আমার দলের অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
এসএইচ/এফএইচএম