অস্ট্রেলিয়াতে রিশাদের সঙ্গে কী কথা হয়েছে ইমরুলের

ক্রিকেটকে বিদায় বলে অস্ট্রেলিয়াতে থিতু হয়েছেন ইমরুল কায়েস। এখন পরিবারসহ সেখানেই বসবাস করছেন তিনি। তবে চলমান বিপিএলে সিলেট টাইটান্সের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন ইমরুল। আসরের শুরুতে না আসলে দিন দুয়েক আগে যোগ দিয়েছেন দলের সঙ্গে।
বিপিএলে কোচিং করাতে আসার আগে চলমান বিগ ব্যাশে রিশাদ হোসেনের দলের একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন ইমরুল। সেখানে তার কথা হয়েছে বাংলাদেশি এই লেগির সঙ্গে। তবে সেই আলোচনায় ক্রিকেটের বাইরের কিছু ছিল না বলেও জানান তিনি।
আজ সিলেটে ইমরুল বলেন, 'মেলবোর্নে রিশাদের সাথে আমার দেখা হয়েছে। ওখানকার ক্রিকেট কালচার ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সে দারুণ উপভোগ করছে। সেখানকার পরিবেশ আমাদের এশিয়ান পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা; সেখানে ক্রিকেটের বাইরে অন্য কিছু নিয়ে আলোচনা হয়নি। রিশাদ ভালো করছে, এটি আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বিষয়।'
আসন্ন বিশ্বকাপেও রিশাদ ভালো পারফরম্যান্স করবে বলে মনে করেন ইমরুল, 'নির্বাচকরা বেশ ভেবেচিন্তেই দল দিয়েছেন। রিশাদ অনেক আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরবে, যা বিশ্বকাপে তাকে এক্স-ফ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিশেষ করে ভারতীয় কন্ডিশনে উইকেট টার্নিং হতে পারে, যেখানে রিশাদ দলের জন্য বড় অবদান রাখতে পারবে।'
দেশের লেগ-স্পিন সংকট নিয়ে আক্ষেপ করে ইমরুল বলেন, 'অস্ট্রেলিয়ায় ছোটবেলা থেকেই ছেলেরা লেগ-স্পিন করতে চায়, কিন্তু আমাদের দেশে এর প্রচলন কম। রিশাদ বা সোহাগের (উঠতি স্পিনার) মতো প্রতিভাদের যদি আমরা পর্যাপ্ত সুযোগ না দিই, তবে তারা হারিয়ে যাবে।'
এসএইচ/এইচজেএস