বাংলাদেশ সফরের আয়ারল্যান্ড দলই থাকছে বিশ্বকাপে

গত বছর নভেম্বরে বাংলাদেশে তিনটি টি-টোয়েন্টি খেলে গেছে আয়ারল্যান্ড। এবার তাদের মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপে। জয় দিয়ে বাংলাদেশ সফর করা দলটি নিয়ে বিশ্বমঞ্চে অংশ নিচ্ছে আইরিশরা। গতকাল (শুক্রবার) ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড।
বিশ্বকাপে আয়ারল্যান্ড খেলবে পল স্টার্লিংয়ের নেতৃত্বে। গত বছর বাংলাদেশে আসা স্কোয়াডের সবাই টিকে গেছেন। দলে নতুন সংযোজন জর্ডান নিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবাগত এই ক্রিকেটার আরেক ওপেনার রস অ্যাডায়ারের স্থলাভিষিক্ত হয়েছিলেন, যিনি হাঁটুর ইনজুরিতে বাদ পড়েন। অ্যাডায়ার আবারও ফিট এবং দলে ফিরেছেন।
মাত্র দুটি টি-টোয়েন্টি খেলা বেন কালিজ জায়গা ধরে রেখেছেন। পাঁচ টি-টোয়েন্টি খেলা টিম টেক্টরও টিকে গেছেন। দুজনেরই এটি প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড শুভ সূচনা করলেও শেষ দুটি ম্যাচ হেরে যায়।
‘বি’ গ্রুপে আয়ারল্যান্ড তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৮ ফেব্রুয়ারি হবে ম্যাচটি। এরপর অস্ট্রেলিয়া (১১ ফেব্রুয়ারি), ওমান (১৪ ফেব্রুয়ারি) ও জিম্বাবুয়ের (১৭ ফেব্রুয়ারি) বিপক্ষে ম্যাচ খেলবে। প্রথম তিন ম্যাচ হবে কলম্বোতে এবং শেষটি পাল্লেকেলেতে।
আয়ারল্যান্ড স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন কালিজ, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, জশ লিটল, ব্যারি ম্যাকক্যার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
এফএইচএম/