বিশ্বকাপের আগে সুখবর পেল অস্ট্রেলিয়া

চোটের কারণে অ্যাশেজে খেলতে পারেননি জশ হ্যাজলউড। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। বিশ্বকাপের আগেই চোট কাটিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হতে পারবেন বলে বিশ্বাস তার।
হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি হ্যাজলউড। সেই চোট কাটিয়ে অনুশীলনে ফেরার আগেই আবার নতুন করে অ্যাকিলিসের চোটে পড়েন। তাতে বিগ ব্যাশ ও পাকিস্তান সিরিজ মিস করছেন তিনি।
লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকলেও বিশ্বকাপের মতো মেগা আসরের আগে ফিট হয়ে মাঠে ফিরতে পারছেন তিনি। যা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজলউড বলেছেন, 'এখন সবকিছু পরিকল্পনামাফিক চলছে।'
'টেস্ট সিরিজ থেকে বাদ পড়ার আমরা আরও কয়েক সপ্তাহ সময় নিয়েছি। গত সপ্তাহে আধা-রান আপ থেকে বল করেছি। দৌড়ানো, শক্তি বাড়ানোর অনুশীলন- সবই ভালো যাচ্ছে। আমি ঠিক পথেই আছি।'-যোগ করেন তিনি।
এইচজেএস