সরাসরি ব্যাখ্যা দেওয়া উচিত পরিচালক নাজমুলের, বলছেন মিঠু

গেল কয়েকদিন বাংলাদেশ ক্রিকেটে বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপিএলই বন্ধ করে ফেলার পরিস্থিতি তৈরি করেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর ক্রিকেটাররা তার পদত্যাগ দাবি করে ক্রিকেট বয়কট করেন।
পরে প্রথমে নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি ও তারপর মাঝরাত পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে এর সমাধান করে বিসিবি। যেখানে বড় ভূমিকা রাখেন বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি আজ এই বিষয়ে কথা বলেন।
নাজমুলকে চিঠি পাঠানো প্রসঙ্গে মিঠু বলেন, ‘আমি যোগাযোগ করেছি, উনার (নাজমুল) সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি এরকম পরিস্থিতি, এখন যেটা হয়েছে। উনার তো কালকে ১১টা পর্যন্ত উত্তর দেওয়ার সময় আছে। আমরা তার উত্তরের অপেক্ষায় আছি।’
তবে মিঠু মনে করেন নাজমুলের এসবের মুখোমুখি হওয়া উচিত, ‘বিষয়টির মুখোমুখি হয়ে সামনে এসে তার পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত। এই মন্তব্যের কারণে আমরা একদিন খেলা মিস করেছি, অনেক কিছু ঘটেছে। আজও যদি খেলা না হতো, বিপিএলই ঝুঁকির মুখে পড়তো। এতে দর্শকরাও কষ্ট পেয়েছেন, সবাই সমস্যায় পড়েছি। আমি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ, কারণ গতকাল রাত ১০টার দিকে আমরা সমাধানে পৌঁছাতে পেরেছি- এটাই সবচেয়ে ভালো ফল।’
শনিবার সকাল ১১টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে নাজমুলকে। না দিলে কী হবে প্রশ্নে মিঠুর বলেন, ‘আমাদের যেই ডিসিপ্লিনারি কমিটি আছে ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা। উনি এখন পরবর্তী পদক্ষেপ নেবেন। খেলোয়াড়দের সাথে আমাদের কথা হয়েছে যে, প্রক্রিয়া চলতে থাকবে।’
এসএইচ/এফএইচএম