এবার হেড কোচের ভূমিকায় কাইরন পোলার্ড

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। এর মাঝেই পেলেন খুশির সংবাদ। ইংল্যান্ডের হানড্রেড টুর্নামেন্টকে সামনে রেখে এমআই লন্ডনের পুরুষ প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্ক দীর্ঘদিনের। আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলেছেন ২০০–এর বেশি ম্যাচ। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচ হিসেবেও কাজ করছেন তিনি।
আইপিএল ছাড়াও পোলার্ড খেলেছেন এমআই কেপটাউন, এমআই নিউইয়র্ক ও এমআই এমিরেটসের হয়ে। সদ্য আইএলটি২০-এ এমআই এমিরেটসকে নেতৃত্ব দিয়ে ফাইনালেও তুলেছেন। এর আগে সারের হয়ে ভাইটালিটি ব্লাস্ট খেলেছেন তিনি। দ্য হানড্রেডেও লন্ডন স্পিরিট ও সাউদার্ন ব্রেভের হয়ে মাঠে নেমেছেন।
দায়িত্ব পাওয়ার পর পোলার্ড বলেন, “এমআই লন্ডনের প্রধান কোচ হওয়া আমার জন্য গর্বের। সারের ক্রিকেট সংস্কৃতি ও মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের মানসিকতার মধ্যে দারুণ মিল রয়েছে।’’
এদিকে নারী দলের কোচ হিসেবে যোগ দিয়েছেন লিসা কাইটলি। তিনি সদ্য নর্দার্ন সুপারচার্জার্সকে (বর্তমান সানরাইজার্স লিডস) ২০২৫ সালের দ্য হানড্রেড শিরোপা এনে দেন। এর আগে ইংল্যান্ড নারী দলের প্রধান কোচ ছিলেন তিন বছর। বর্তমানে ডব্লিউপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও ডব্লিউবিবিএলে সিডনি থান্ডারের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এমএমএম