বিপিএলের ইমার্জিং ক্রিকেটার রিপনের চাওয়া, ‘খারাপ করলে সমালোচনাও করবেন’

সদ্য সমাপ্ত বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আর দলটির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তরুণ পেসার রিপন মন্ডলের। বল হাতে ১৭ উইকেট শিকার করে চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রেখেছেন। হয়েছেন টুর্নামেন্টের ইমার্জিং ক্রিকেটার। আজ সোমবার ট্রফি নিয়ে রাজশাহীতে রোড শো করেছে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা।
সমর্থকদের সঙ্গে ছবি ফেসবুকে শেয়ার করে রিপন জানিয়েছেন, 'আপনারা যখন 'রিপন' করে ডাকেন, আমার কানে শুধু না, আওয়াজটা মনেও পৌঁছায়। সবার ডাকে হয়তো সাড়া দেওয়া হয় না কিংবা সব চাওয়া হয়তো সবসময় পূরণ করা হয় না। কিন্তু আমি আপনাদের ভালোবাসি।'
'আপনারা যখন আমার প্রশংসা করেন আমি অনুপ্রাণিত হই, আমার ভালো লাগে। যখন সমালোচনা করেন, আমি বুঝতে পারি কোথাও কিছু একটা ঠিক হচ্ছে না। আমি তখন পরিশ্রম করা বাড়িয়ে দেই, নিজের উন্নতির জন্য আরও বেশি চেষ্টা করা শুরু করি। আমি যা কিছু, আমার যা কিছু, সবকিছুর পেছনে আপনারাই। আলহামদুলিল্লাহ।'
পরে সমালোচনা করার কথা জানিয়ে রিপন আরও বলেন, 'আজকের দিনে বলতে চাই, আমি ভালো করলে যেমন প্রশংসা করেন, আমি খারাপ করলে সমালোচনাও করবেন প্লিজ। যৌক্তিক সমালোচনা। যেই সমালোচনা আমার ভুলটা ধরিয়ে দেবে কিংবা আমায় অনুভব করাবে এরপর কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। আমার পরিবারও তাই করে, ভুল হলে ধরিয়ে দেয়, সবকিছুতেই সাপোর্ট করে না। আপনারাও আমার পরিবার, আর এই কথাটা কখনোই মিথ্যা হয়ে যাবে না ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।'
এসএইচ/এফআই