চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কে কার সঙ্গে লড়বে

প্রতিটি দলের আট রাউন্ড করে লড়াইয়ের পর শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্ব। এখন টিকে আছে ২৪ দল, ছিটকে গেছে ১২টি। এরপর শীর্ষ আটটি দল সরাসরি নকআউট পর্বে খেলবে, প্লে-অফ খেলে তাদের সঙ্গে যোগ দেবে আরও ৮ ক্লাব। নবম থেকে ২৪তম হওয়া দলগুলোকে প্লে-অফে নামতে হবে। বেনফিকার কাছে হেরে নয় নম্বরে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদকেও উত্তীর্ণ হতে হবে ওই পরীক্ষায়।
আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই ফুটবলভক্তদের নজর থাকবে সেখানে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এই ড্র অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন সনি স্পোর্টস ১, উয়েফার ওয়েবসাইট ও অ্যাপে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় ওঠা ৮ দল যথাক্রমে– আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
প্লে-অফে খেলতে হবে– রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্তাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আটালান্টা, বায়ার লেভারকুসেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগ, গালাতাসারেই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিম্ট ও বেনফিকাকে। এসব দল যখন শেষ ষোলোয় জায়গা পাওয়ার লড়াইয়ে ব্যস্ত থাকবে, ওই সময় শীর্ষ আট দল থাকবে বিশ্রামে।
নকআউট প্লে-অফে সম্ভাব্য প্রতিপক্ষ
নবম থেকে ১৬তম দল বাছাই এবং ১৭ থেকে ২৪তম দল অবাছাই দল হিসেবে গণ্য হবে। বাছাই দলগুলোর ম্যাচ হবে অবাছাইয়ের সঙ্গে। বাছাইয়ের তালিকায় আছে– রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্তাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আটালান্টা ও লেভারকুসেন। এ ছাড়া অবাছাই দলের তালিকায় আছে– বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগ, গালাতাসারেই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিমট ও বেনফিকা।
ড্র–য়ের নিয়ম
লিগপর্বের পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে চারটি করে বাছাই (সিডেড) ও অবাছাই দল (আনসিডেড) নিয়ে জোড়ায় ভাগ করা হবে। নবম (রিয়াল মাদ্রিদ) ও দশম (ইন্টার মিলান) দলের সঙ্গে ২৩ (বোডো/গ্লিমট) ও ২৪ নম্বর (বেনফিকা) দলের ড্র হবে। একইভাবে ১১ (পিএসজি) ও ১২তম (নিউক্যাসল) দলের সঙ্গে ২১ (মোনাকো) ও ২২ নম্বর (কারাবাগ) দল; ১৩ (জুভেন্তাস) ও ১৪তম (অ্যাতলেটিকো) দলের সঙ্গে ১৯ (ক্লাব ব্রুগ) ও ২০ (গালাতাসারেই) নম্বর দল; ১৫ (আটালান্টা) ও ১৬ নম্বর (লেভারকুসেন) দল খেলবে ১৭ (ডর্টমুন্ড) অথবা ১৮ নম্বর (অলিম্পিয়াকোস) দলের সঙ্গে ড্র হওয়ার পর তাদের মধ্যে প্রতিপক্ষ নির্ধারিত হবে। এক্ষেত্রে একই লিগের দুই দল কিংবা লিগপর্বে মুখোমুখি হওয়া দুই দলের মুখোমুখি হতে বাধা নেই।
প্লে-অফে কে কার সঙ্গে লড়তে পারে
রিয়াল মাদ্রিদ/ইন্টার মিলান বনাম বোডো/গ্লিমট কিংবা বেনফিকা
পিএসজি/নিউক্যাসল বনাম মোনাকো/কারাবাগ
জুভেন্তাস/অ্যাতলেটিকো বনাম ব্রুগা/গালাতাসারাই
আটালান্টা/লেভারকুসেন বনাম ডর্টমুন্ড/অলিম্পিয়াকোস
আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি হবে প্লে-অফ পর্বের প্রথম লেগ, এরপর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। কেবল প্লে-অফ–ই নয়, লিগ পর্বের অবস্থানের ভিত্তিতে শেষ ষোলোতে কে কার মুখোমুখি হবে সেটিরও সম্ভাব্য লাইনআপ প্রস্তুত হয়ে গেছে।
শেষ ষোলোয় কে কার সঙ্গে লড়বে (সম্ভাব্য)
পিএসজি/নিউক্যাসল/মোনাকো/কারাবাগ বনাম বার্সেলোনা/চেলসি
জুভেন্তাস/অ্যাতলেটিকো/ব্রুগা/গালাতাসারেই বনাম লিভারপুল/টটেনহ্যাম
রিয়াল মাদ্রিদ/ইন্টার মিলান/বোডো-গ্লিমট/বেনফিকা বনাম স্পোর্টিং/ম্যানচেস্টার সিটি
আটালান্টা/লেভারকুসেন/ডর্টমুন্ড/অলিম্পিয়াকোস বনাম আর্সেনাল/বায়ার্ন
আগামী ১০, ১১ মার্চ শেষ ষোলো পর্বের প্রথম লেগ এবং ১৭, ১৮ মার্চ দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। এরপর কোয়ার্টার ফাইনাল হবে ৭, ৮ এপ্রিল (প্রথম লেগ) এবং ১৪, ১৫ এপ্রিল (দ্বিতীয় লেগ)। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৮, ২৯ এপ্রিল (প্রথম লেগ) এবং ৫, ৬ মে (দ্বিতীয় লেগ)। হাঙ্গেরির বুদাপেস্টে ৩০ মে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
এএইচএস