যেভাবে হবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব শেষে সবার নজর এবার প্লে-অফ ড্রয়ের দিকে। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার নকআউট পর্বে জায়গা করে নিতে লড়বে মোট ১৬টি দল। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে এই প্লে-অফ ড্র। আর এখানেই নির্ধারিত হবে কার মুখোমুখি হচ্ছে কোন দল।
ড্রতে অংশ নেবে লিগ পর্বে নবম থেকে ২৪তম স্থানে শেষ করা দলগুলো। শীর্ষ আট দল আগেই সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে।
ড্রয়ের মাধ্যমে দলগুলোকে দুই ভাবে ভাগ করা হবে, যাতে শেষ ষোলো পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণে সুবিধা হয়। প্লে-অফের প্রথম লেগ হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় লেগ শুরু হবে এক সপ্তাহ পর।
ড্রয়ের নিয়ম কী?
লিগ পর্বে নবম থেকে ১৬তম স্থানে থাকা দলগুলো থাকবে ‘সিডেড’ পটে। ১৭ থেকে ২৪তম দলগুলো থাকবে ‘আনসিডেড’ পটে। সিডেড দলগুলোর বিপক্ষেই ড্র হবে আনসিডেড দলগুলোর। যেমন, ১৫ ও ১৬ নম্বর দল মুখোমুখি হবে ১৭ ও ১৮ নম্বর দলের। সিডেড দলগুলো পাবে বাড়তি সুবিধা। তারা দ্বিতীয় লেগ খেলবে নিজেদের মাঠে।
লিগ টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। সেরা আটে থাকা অন্য দলগুলো হলো লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
প্লে-অফে খেলবে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্টা, লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিম্ট ও বেনফিকা।
উদাহরণ হিসেবে, লিগ পর্বে ১১তম হওয়ায় নিউক্যাসল থাকবে সিডেড পটে। ফলে তারা নিশ্চিতভাবেই মুখোমুখি হবে ২১ বা ২২তম স্থানে থাকা মোনাকো কিংবা কারাবাগের বিপক্ষে।
প্লে-অফের পর কী?
প্লে-অফ জয়ী আট দল উঠবে শেষ ষোলোতে। সেখানে তারা মুখোমুখি হবে লিগ পর্বের সেরা আট দলের। এরপর টুর্নামেন্ট পুরোপুরি নকআউট পদ্ধতিতে চলবে, যেখানে ফাইনাল ছাড়া প্রতিটি রাউন্ড হবে দুই লেগে।
এই মৌসুম থেকে নতুন নিয়মে লিগ পর্বের অবস্থান প্রভাব ফেলবে কোয়ার্টার ও সেমিফাইনালের সিডিংয়েও। প্রথম থেকে চতুর্থ স্থানে থাকা দলগুলো কোয়ার্টার ফাইনালে এবং শীর্ষ দুই দল সেমিফাইনালে দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। কোনো সিডেড দল বাদ পড়লে, যে দল তাকে হারাবে সেই দলই সিডিং সুবিধা পাবে।
এমএমএম/