লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক জানালেন কোহলিরা

ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে লতা মঙ্গেশকর আজ রোববার ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ ভারতের সঙ্গীত জগতের কিংবদন্তির ক্রিকেট নিয়েও অনুরাগ ছিল বেশ। আবার দেশটির ক্রিকেট জগতের একটা বিশাল অংশও যে লতা মঙ্গেশকরের বড় ভক্ত তার প্রমাণ মিলেছে বহুবারই। তার মৃত্যুতে তা দেখা গেল আরও একবার। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি তাকে টুইট বার্তায় শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন৷ তাতে যোগ দিয়েছেন ভারতের সাবেক বর্তমান অনেক খেলোয়াড়ও।
বিরাট কোহলি নিজের শোকবার্তায় লিখেছেন, ‘লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷ তার মধুর সঙ্গীত লক্ষ লক্ষ মানুষকে ছুঁয়ে গিয়েছে বহুবার৷ আপনার সমস্ত সঙ্গীত ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ৷ পরিবারের মানুষের জন্য আমার গভীর সমবেদনা৷’
কোহলির সাবেক সতীর্থ হরভজন সিংও এই তালিকায় যোগ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘লতাজির মৃত্যুর খবর শুনে খুব দুঃখ হয়েছে৷ আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেচে থাকবে৷ কোটি কোটি প্রণাম৷’
লতা মঙ্গেশকরের বিদায়ে শোকস্তব্ধ ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীরও৷ তিনি লিখেছেন, ‘কিংবদন্তিরা অনন্তকাল বেঁচে থাকেন৷ কেউ তার মতো কখনই হবে না৷’
লতা মঙ্গেশকর ২৮ দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিছুদিন আগে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু হঠাৎ করেই দিন দুয়েক আগে তার স্বাস্থ্য আবারও খারাপ হয়। সে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল৷ আজ রোববার সকালের দিকে অবশেষে ডাক্তাররা জানান, না ফেরার দেশে চলে গেছেন লতা মঙ্গেশকর।
এনইউ/এটি