শনিবার ডিপিএলে দেখা যাবে সাকিবকে

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৩, ০৩:২৩ এএম


শনিবার ডিপিএলে দেখা যাবে সাকিবকে

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তবে এখন পর্যন্ত দলটির হয়ে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তারকা এ অলরাউন্ডারের। মূলত জাতীয় দলের খেলা থাকায় সাকিবের সার্ভিস থেকে বঞ্চিত রয়েছে মোহামেডান। তবে অপেক্ষার পালা ফুরাতে যাচ্ছে ইমরুল কায়েসের এ দলটির। আজ শনিবারই মোহামেডানের জার্সিতে দেখা যাবে সাকিবকে।

শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেই সাকিব চলে এসেছেন ঢাকায়। যে কারণে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নামবেন সাকিব। যদিও সাকিবের দলের অবস্থা ভালো নয়, নাজুকই বলা যায়। কেননা চলমান ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি মোহামেডান।

টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে মোহামেডান। শনিবার বিকেএসপিতে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

এদিকে সাকিবের আইপিএলে যাওয়ার চূড়ান্ত দিনক্ষণ এখনো জানা যায়নি। অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার জানিয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিবের না খেলার কোনো কারণ তিনি দেখছেন না।

এসএইচ/এফকে

Link copied