ক্রীড়া সংগঠক টিপু আর নেই 

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জুলাই ২০২৩, ০৩:৩৪ পিএম


ক্রীড়া সংগঠক টিপু আর নেই 

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু আর নেই। আজ (মঙ্গলবার) বিকেল তিনটার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সবার প্রিয় এই ক্রীড়া সংগঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। টিপুর আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ রফিকুল ইসলাম টিপু গতকাল (সোমবার) সকালে নিজ বাসায় মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে সময়ই জানা গিয়েছিল, অবস্থা ভালো না। সিটি স্ক্যান করানো হয়েছিল। রিপোর্ট ভালো আসেনি। 

মরহুমের নামাজের জানাজা শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা শোক প্রকাশ করেছে।

টিপু সত্তর দশক থেকেই টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসে তিনি অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুদীর্ঘকাল থেকে। 

ক্রীড়া সংগঠক হলেও সাংবাদিকদের সঙ্গে ছিল দারুণ সখ্যতা ছিল তার। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থায় প্রায় প্রতিদিনই দিনের একটা সময় কাটাতেন। টিপুর মৃত্যুর খবরে ক্রীড়া সাংবাদিক মহলেও শোকে মুহ্যমান। 

এজেড/এফআই

Link copied