
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাঙালি জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, নেতৃত্বগুণ আর বাগ্মিতায় মুক্তিকামী জনতার মাঝে স্বাধীনতার বীজ বপন করে দিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। উদ্বুদ্ধ জনতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে। ফলশ্রুতিতে এসেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা। শেখ মুজিব ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলন এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখেন বঙ্গবন্ধু। শোষণ, নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে এই উচ্চকিত কণ্ঠস্বর মোট চার হাজার ৬৮২ দিন কারান্তরীণ ছিলেন। তার কালজয়ী ৭ মার্চের ভাষণ ছিল বাংলাদেশের মুক্তিসংগ্রামের দিকনির্দেশনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্যের হাতে পরিবারের সদস্যসহ নিহত হন বঙ্গবন্ধু। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী।
সর্বশেষ
By using this site, you agree to our Privacy Policy