বর্তমানে আমাদের দেশে মোটরসাইকেল এখন আর শুধু শখের বাহন নয় বরং এটি এখন অনেকের নিত্যদিনের প্রয়োজনে বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই মোটরসাইকেল ব্যক্তিগত বাহন হিসেবে এর ব্যবহার দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। একটি মোটরসাইকেলের সঠিক কর্মক্ষমতা ও নিরাপত্তা নির্ভর করে এর বিভিন্ন অংশের ওপর, যার মধ্যে গুরুত্বপূর্ণ টায়ার। কারণ টায়ারই সেই অংশ, যা রাস্তার সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। তাই এর মান ও ধরন সরাসরি ব্রেকিং, কর্নারিং এবং ট্র্যাকশনের ওপর প্রভাব ফেলে। সঠিক টায়ার না হলে নিয়ন্ত্রণ হারানো, স্কিডিং বা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। 

বর্তমান সময়ে মোটরসাইকেল চালকদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন হচ্ছে—টায়ারের ক্ষেত্রে কোনটা বেশি ভালো, টিউবলেস না টিউব টায়ার? প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে টায়ার নির্মাতারা বিভিন্ন ধরনের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে, কোন ধরনের টায়ার আপনার জন্য উপযুক্ত হবে তা নির্ভর করে আপনার চালানোর ধরন, রাস্তার অবস্থা ও ব্যক্তিগত প্রয়োজনের ওপর। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নেওয়া জরুরি, যে দুই ধরনের টায়ারের বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে। 

চলুন জেনে নেঅয়া যাক টিউব এবং টিউবলেস টাইারের মধ্যে বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা সম্পর্কে-  

টিউবলেস টায়ারের বৈশিষ্ট্য ও সুবিধা

টিউবলেস টায়ারে আলাদা করে কোনো টিউব থাকে না। এই টায়ারে বাতাস সরাসরি টায়ারের কাঠামোর ভেতরে থাকে। এর ফলে টায়ার পাংচার হলেও হাওয়া ধীরে ধীরে বের হয়, যা বাইকারকে হঠাৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে। এছাড়াও, টিউবলেস টায়ারের ওজন তুলনামূলকভাবে হালকা হওয়ায় বাইক মসৃণভাবে চলতে পারে এবং জ্বালানি সাশ্রয় হয়। মেরামতের কাজও তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত করা যায়। 

টিউবলেস টায়ারের অসুবিধা

টিউবলেস টায়ার সাধারণত টিউব টায়ারের তুলনায় বেশি ব্যয়বহুল। পাংচার হলে টিউবলেস টায়ার মেরামত করতে বিশেষ দক্ষতা ও সরঞ্জামের প্রয়োজন হয়। সব ধরনের রিমে টিউবলেস টায়ার ফিট করা যায় না। বিশেষ করে স্পোক রিমে সিলিং সমস্যা হতে পারে।

টিউব টায়ারের বৈশিষ্ট্য ও সুবিধা 

টিউব টায়ারে একটি আলাদা রাবারের টিউব থাকে যার মধ্যে হাওয়া ভরা হয়। এটি মোটরসাইকেলের প্রথাগত টায়ার ব্যবস্থা। টিউব টায়ারের সবচেয়ে বড় সুবিধা হলো এর কম খরচ এবং সহজলভ্যতা, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে। এ ধরনের টায়ার সাধারণত স্পোকযুক্ত রিমে ব্যবহৃত হয়।

টিউব টায়ারের অসুবিধা 

টিউব টায়ারে পাংচার হলে হাওয়া দ্রুত বের হয়ে যায়, যা হঠাৎ দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এছাড়া, পাংচার সারাতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে এবং টিউব পাল্টানোর প্রয়োজন হতে পারে। 

তবে যদি শহরাঞ্চল বা হাইওয়ের মতো উন্নত ও মসৃণ রাস্তায় বেশি চলাচল করা হয় এবং যাত্রার নিরাপত্তা ও আরামের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে টিউবলেস টায়ার অধিক উপযুক্ত। অপরদিকে, যেসব এলাকায় টিউবলেস টায়ারের মেরামতের সুবিধা সহজলভ্য নয় কিংবা স্পোকযুক্ত রিমযুক্ত বাইক রয়েছে, সেখানে টিউব টায়ার ব্যবহার করাই ভালো। সেই সঙ্গে গ্রামীণ খারাপ রাস্তায় এখনও অনেকেই টিউব টায়ারকেই বেশি ভরসাযোগ্য মনে করেন। তাই সামগ্রিক বিবেচনায় টিউবলেস টায়ার আধুনিক, নিরাপদ এবং অধিক সুবিধাজনক হলেও টিউব টায়ার এখনও নির্দিষ্ট পরিবেশ ও বাইকের ধরন অনুযায়ী ব্যবহারযোগ্য। ব্যবহারকারীর প্রয়োজন, বাইকের কাঠামো এবং চলাচলের পরিবেশ বিবেচনায় রেখে টায়ার বেছে নেওয়াই সর্বোত্তম সিদ্ধান্ত হবে। 

এমবি/ডিএ