বিমান

কোভিড মহামারির কারণে মার্চ ২০২০ থেকে কাঠমান্ডুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। তবে প্রায় ১১ মাস পর তা আবারও চালু হল। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৭১-এর মাধ্যমে নেপালে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হয়।  

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ১০৬ জন যাত্রী নিয়ে দুপুর ০২.৪০ ঘটিকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কাঠমান্ডুর উদ্দেশে বিজি ০৭১ ফ্লাইটটি ছেড়ে যায়। 

এখন থেকে নিয়মিতভাবে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। মোবাইল অ্যাপস, বিমান ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকেট কেনা যাবে। 

তবে যাত্রার ক্ষেত্রে করোনা সংক্রান্ত বেশ কয়েকটি নির্দেশনা, শর্ত ও শিডিউল রয়েছে। এসব শর্তাদি ও নিয়মাবলী বিমানের ওয়েবসাইট www.Biman-airlines.com- এ পাওয়া যাবে।

আরএইচ