যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশ থেকে ফিরে এলো প্লেন
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়া অভিমুখে উড্ডয়নের পর মধ্য আকাশ থেকে মুম্বাই বিমানবন্দরে ফিরে এসেছে গো ফার্স্ট এয়ারের একটি প্লেন। যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটিকে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
জানা যায়, এয়ারক্রাফট জি৮-৩৭১ বিওএম-জিওআই এর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপরই আর কোনো ঝুঁকি না নিয়ে প্লেনটি ফিরে আসে। এ সময় প্লেনটিতে ১৮২ জন আরোহী ছিল।
বিজ্ঞাপন
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন জানিয়েছে, প্লেনটির ভেন্টিলেশন সংক্রান্ত ক্রুটির কারণে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আরোহীরা সবাই নিরাপদে আছেন।
বিজ্ঞাপন
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারক্রাফটিতে সব ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছিল, ত্রুটি সারিয়ে পরে রাত ৮টা ২০ মিনিটে প্লেনটি যাত্রীদের নিয়ে গন্তব্যে যায়।
সূত্র : এনডিটিভি
জেডএস