আগামী ১৩ মে থেকে (১২ মে দিবাগত রাত) বাংলাদেশি নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নিষেধাজ্ঞা শুরুর আগে দেশটিতে বাংলাদেশিদের পৌঁছাতে এবং দেশে ফিরতে ইচ্ছুকদের আনতে অতিরিক্ত দুটি ফ্লাইট দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিষেধাজ্ঞা শুরুর আগেরদিন অর্থাৎ বুধবার ১২ মে ফ্লাইট দুটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছাড়বে এবং সেদিনই ফিরে আসবে। 

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা পোস্টকে জানান, সংযুক্ত আরব আমিরাত ১৩ মে থেকে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় যাত্রীদের সুবিধার্থে আগামী ১২ মে (বুধবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাইয়ের পথে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটের বিস্তারিত তথ্য ও টিকিট সংগ্রহের জন‍্য বিমানের ওয়েবসাইট ও নিকটস্থ সেলস অফিসে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

বুধবার ইউএই’র ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড  ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ করোনাভাইরাস মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে সংস্থা দুটি টুইট বার্তায় লিখেছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এসব দেশের জাতীয় ও বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এমনকি অন্য দেশ হয়েও এসব দেশের যাত্রীরা আমিরাত প্রবেশ করতে পারবেন না।

তবে সংযুক্ত আরব আমিরাত হয়ে এসব দেশ ছাড়া অন্যান্য স্থানে চলাচলকারী ট্রানজিট ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আগামী ১২ মে দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। 

টুইটারে দেওয়া বিবৃতি অনুযায়ী, উল্লিখিত চার দেশের যাত্রীদের আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলেও আমিরাত থেকে এসব দেশে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এর আগে গত মাসে ভারতের ওপরও এমন নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

নিষেধাজ্ঞার বাইরে থাকবেন যারা :

• আমিরাতের নাগরিক 
• কূটনীতিক মিশনের সদস্য
• সরকারি প্রতিনিধি
• বিজনেস প্লেন
• গোল্ডেন রেসিডেন্স হোল্ডার

এআর/আরএইচ