বেশ কয়েকবার আকাশে চক্কর দেওয়ার পর রাত ৯টা ৪৫ মিনিটের দিকে অবশেষে নিরাপদে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বিমানের বিজি৬১৭ ফ্লাইট।

বুধবার রাত ১০টার দিকে বিমানের সহকারী ম্যানেজার ওমর ফারুক ফ্লাইট অবতরণের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটিতে ৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

শাহ আমানত বিমানবন্দরে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ফ্লাইটটি অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ সব ধরনের ইমার্জেন্সি সার্ভিস প্রস্তুত করা হয়। তবে সেগুলোর কিছুরই প্রয়োজন হয়নি। যাত্রীরা নিরাপদে অবতরণ করেছেন।

৫০ মিনিট আকাশে চক্কর কেটে নিরাপদে অবতরণ

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর প্রায় ৫০ মিনিট ধরে চট্টগ্রামের আকাশে বাংলাদেশ বিমানের বিজি৬১৭ ফ্লাইটটি চক্কর কেটেছে। চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান ঢাকা পোস্টকে বলেন, ফ্লাইটটি চট্টগ্রামের আকাশে আসার পর চাকায় সমস্যা পাচ্ছিল। প্রায় ৫০ মিনিটের মতো চক্কর কেটে বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে। 

কয়বারের চেষ্টায় বিমানটি নামতে পেরেছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে নামার সময় অনেক ধরনের প্রিপারেশন থাকে। তারা কয়েকবার চেক করেছে, বিভিন্ন ম্যানুয়াল দেখেছে। ল্যান্ডিং গিয়ারটি স্বাভাবিক হওয়ার পর স্বাভাবিকভাবেই অবতরণ করেছে। যাত্রীরা মোটামুটি সবাই চলে গেছেন।

এর আগে, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের সঙ্গে দুটি গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। শেষ পর্যন্ত উড়োজাহাজটি নিরাপদেই অবতরণ করে।

এআর/কেএম/ওএফ/আরএইচ/জেএস