ব্রিজে হাঁটতে গেলে টোল দাবি
আকাশ: আমার বাবা এতই মোটা যে, ক্রিকেট খেলা দেখার সময় বাবা যখন টিভির সামনে দিয়ে হেঁটে যান; তখন...
কুসুম: তখন কী?
আকাশ: দু’একটা বল মিস করে ফেলি।
কুসুম: আর আমার বাবা এতই মোটা যে, কোনো ব্রিজে হাঁটতে গেলে...
আকাশ: হাঁটতে গেলে কী হয়?
কুসুম: তার কাছে টোল দাবি করে!

****

এক্সট্রা ক্লাস ঈদের পরের দিন

মেয়ে: মা, আমার ঈদের পরের দিন এক্সট্রা ক্লাস আছে।
মা: ঈদের পরের দিন কীসের ক্লাস?
মেয়ে: (ক্যামিস্ট্রি) রসায়ন ক্লাস, মা!
মা: তোর বাবা আর আমিও ভালো রসায়ন পারি!
মেয়ে: কই মা, আগে তো বলোনি?
মা: ক্যমিস্ট্রির এক্সটা ক্লাস করতে গিয়েই তো তুই হয়েছিস...

***

প্রেমিকার বিয়ে হলে প্রেমিক কী করবে?

এক প্রেমিকা তার প্রেমিককে জিজ্ঞাসা করলো–
প্রেমিকা: আচ্ছা অন্য কারো সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে তুমি কী করবে?
প্রেমিক: ভুলে যাবো।
প্রেমিকের উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো। প্রেমিক আবার বলল–
প্রেমিক: তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাবো, তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে...