আজকের জোকস : ১৮ অক্টোবর, ২০২২
জিরো সিনেমার হিরো
এক ঘটক বিয়ের প্রস্তাব নিয়ে গেল পাত্রীর বাসায়-
পাত্রী: ছেলে দেখতে কেমন?
ঘটক: পাত্র দেখতে একেবারে বলিউডের সিনেমার হিরোর মতো।
পাত্রী: বলেন কি? কোন সিনেমার হিরোর মতো?
ঘটক: ‘জিরো’ সিনেমার হিরোর মতো।
****
প্রতীবেশির বারান্দা
পল্টু বেলকনিতে বসে চা খাচ্ছিল। এমন সময় পাশের বাসার বেলকনিতে শুকাতে দেওয়া একখানা কাপড় এসে তার মুখটাকে ঢেকে দিলো!
বিজ্ঞাপন
পল্টু ওটাকে মেয়েদের ওড়না ভেবে সিনেমার মতো বিষয়টা উপভোগ করতে যাবে, এমন সময় বুঝতে পারল ওটা পাশের বাসার আঙ্কেলের লুঙ্গি! পল্টুর মেজাজটাই বিগড়ে গেল।
***
নিউটনের জীবনী
শিক্ষক: পল্টু, নিউটন সম্পর্কে কিছু জানো?
পল্টু: জানি স্যার!
শিক্ষক: বলো, কী জানো?
পল্টু: বিজ্ঞানীর নাম নিউটন। কাজ রহস্য উদঘাটন। বাড়ি ওয়াশিংটন। বাপের নাম কটন। ভাইয়ের নাম ছোটন। ছেলের নাম প্রোটন। প্রিয় হোটেল শেরাটন। প্রিয় খাবার মাটন। প্রিয় বন্ধুর নাম রতন। প্রিয় খেলার নাম ম্যারাথন। স্যার, আর কিছু?
শিক্ষক: আমার জন্য পানি আনো এক টন।
বিজ্ঞাপন