আজকের জোকস : ৭ নভেম্বর, ২০২২
পকেটমারের জরিমানা আদায়
ম্যাজিস্ট্রেট: ২০ টাকা পকেট মারার জন্য তোমাকে একশ টাকা জরিমানা করা হলো।
পকেটমার: স্যার, আমার কাছে মাত্র ২০ টাকা আছে।
ম্যাজিস্ট্রেট: ২০ টাকায় হবে না।
পকেটমার: বাকি টাকা এখনই এনে দিতে পারি, কিন্তু কিছুক্ষণের জন্য ছাড়তে হবে।
***
ফেসবুকে ভুঁড়িভোজ
এক লোক সকাল সকাল ফেসবুক খুলে বসেছিল। তার এক নারী বন্ধু লুচি, আলুরদমের ছবি আপলোড করে লিখলেন, ‘এসো, সবাই ব্রেকফাস্ট করি।’
লোকটি কমেন্ট করলেন, ‘খুব ভালো টেস্ট ছিল, দারুণ লাগলো।’ লোকটির স্ত্রী এই কমেন্ট দেখে স্বামীকে আর টিফিন দিলেন না।
বিজ্ঞাপন
***
অঙ্কের শিক্ষক জরুরি
বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?
বাবলু: বললেন তোমার জন্য বাসায় একজন ভালো অঙ্কের শিক্ষক রাখতে।
বাবা: মানে?
বাবলু: মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।
বিজ্ঞাপন