আজকের জোকস : ১ নভেম্বর ২০২২
চোরের ওভারটাইম
একদিন এক চোরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ—
পুলিশ: তুই সাত দিনে দশ বাসায় চুরি করেছিস!
চোর: জ্বি স্যার।
পুলিশ: এটা কী করে সম্ভব!
চোর: কী করব স্যার, বড় সংসার। ওভারটাইম না করলে চলে না।
***
নবদম্পতির সিনেমা দেখা
নতুন স্বামী-স্ত্রী সিনেমা দেখতে গেছেন। সিনেমা দেখছেন আর গড়গড় করে কথা বলছেন। এক দর্শক বিরক্ত হয়ে বললেন—
দর্শক: আরে ভাই, কী এত কথা বলছেন? কিছুই তো শুনতে পাচ্ছি না।
স্বামী: স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন?
বিজ্ঞাপন
***
হাতি কোরবানি
দুই বন্ধুর কথা হচ্ছে—
১ম বন্ধু: আমার একটি ছাগল আছে। কিন্তু ছাগলের বাচ্চা হয় না। এইবার যদি ছাগলের বাচ্চা হয় তাহলে আমি একটা নিয়ত করেছি।
২য় বন্ধু: কি নিয়ত করেছ বন্ধু?
১ম বন্ধু: ছাগলের বাচ্চা হলে আমি একটা হাতি কোরবানি দিব।
***
বিজ্ঞাপন
চিনির নাম যখন লবণ
একজন মুদির দোকানে গেছেন চিনি কিনতে। দোকানদার প্যাকেট করতে যাচ্ছিলেন এমন সময়—
ক্রেতা: সে-কি! আমি তো আপনাকে চিনি দিতে বলেছি। আপনি আমাকে লবণ দিচ্ছেন কেন?
বিক্রেতা: কই! আমি তো আপনাকে চিনিই দিচ্ছি।
ক্রেতা: তাহলে বস্তার গায়ে ‘লবণ’ লেখা রয়েছে কেন?
বিক্রেতা: যাতে পিঁপড়ারা বুঝতে না পারে!