আজকের জোকস : ৩ নভেম্বর, ২০২২
স্ত্রীর অ্যাপেন্ডিক্স অপারেশন
এক ব্যক্তি ছুটতে ছুটতে ডাক্তারের কাছে গেল। তাকে বলছে—
ব্যক্তি: ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার বাড়ি চলুন, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচুর ব্যথা হচ্ছে।
ডাক্তার: তোমার স্ত্রীর অ্যাপেন্ডিক্স আমি একবছর আগেই অপারেশন করে বাদ দিয়ে দিয়েছি। পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যার দুটি অ্যাপেন্ডিক্স আছে।
ব্যক্তি: রিলাক্স ডাক্তার বাবু, রিলাক্স। পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই, যার দুটি অ্যাপেন্ডিক্স থাকতে পারে, কিন্তু এরকম মানুষতো আছে যার দুটি বউ থাকতে পারে।
****
বিজ্ঞাপন
স্মরণশক্তি বাড়ানোর উপায়
বস: কী খুঁজছো অমন করে?
পিন্টু: পানিফলের হালুয়া এনেছিলাম স্যার।
বস: সেটা আবার কী?
পিন্টু: স্মরণশক্তি বাড়ানোয় খুব কাজে দেয় স্যার।
বস: তো?
পিন্টু: কিন্তু এখন তো মনেই করতে পারছি না যে কোথায় রেখেছিলাম!
****
বিজ্ঞাপন
চায়নিজ রেডিও
বাবা: মিনু দেখ, আমি খুব সস্তায় দারুণ একটা চায়নিজ রেডিও কিনেছি।
মিনু: তুমি কি বোকা বাবা? কবে তোমার বুদ্ধিসুদ্ধি হবে বল তো? আমরা তো চায়নিজ ভাষাটাই জানি না। তাহলে কী করবে এই চায়নিজ রেডিও দিয়ে?