আজকের জোকস : ৫ নভেম্বর, ২০২২
দ্বিতীয় বার যে ভুল করে মানুষ
স্ত্রী: লোকজন ঠিকই বলে আসলে, যেখানে একবার কেউ ধোঁকা খায়; সেখানে আর দ্বিতীয়বার যায় না!
স্বামী: একদম ভুল কথা!
স্ত্রী: ভুল! কীভাবে?
স্বামী: আমি নিজে-ই তো একবার ভুল করে যে জায়গায় গেছি; হেই জায়গায় বারবার যাই!
স্ত্রী: কোথায় সেটা?
স্বামী: কোথায় আবার? আমার শ্বশুরবাড়ি!
***
বিজ্ঞাপন
স্বামীর জন্য সুখবর
স্বামী-স্ত্রীর ঝগড়ার চূড়ান্ত পর্যায় চলছে। হঠাৎ স্ত্রী বললো—
স্ত্রী: আমি জান দিয়ে দেব!
স্বামী: আমিও জান দিয়ে দেব!
স্ত্রী: কেন, তুমি মরতে চাও কেন?
স্বামী: এত বড় সুখবর আমি সহ্য করতে পারব না তাই।
স্ত্রী: তাহলে মরব না, যাও।
***
বিজ্ঞাপন
পরিস্থিতির উপর ভালো-মন্দ নির্ভর করে
১ম বন্ধু: পরিস্থিতির ওপর নির্ভর করে প্রায় সব কিছুই ভালো বা মন্দ লাগতে পারে।
২য় বন্ধু: ঠিক বুঝলাম না দোস্ত।
১ম বন্ধু: যেমন ধরো, স্কুলের ঘণ্টার শব্দ সকালে প্রথম ক্লাস শুরুর আগে খুবই বাজে লাগতে পারে। আবার একই ঘণ্টা যখন শেষ ক্লাস শেষ হওয়ার ঘোষণা দেয়, তখন মধুর লাগে।