বিশাল র‌্যাপিং পেপার কোথায় পাওয়া যায়
পাঁচ বছরের মেয়ে আর স্বামীকে নিয়ে বাবার দেওয়া নতুন বাড়িতে উঠলেন মিসেস রুনা। বাড়িতে উঠে মেয়ে বললো—
মেয়ে: আম্মু এই বাড়িটা কার?
রুনা: আমার। তোমার নানু এটা আমাকে গিফট করেছে।
মেয়ে: এমন বিশাল র‌্যাপিং পেপার নানু কোথায় পেল?

***
স্ত্রী ও শাশুড়ির আক্রমণ
পুলিশ: আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুঁড়ে মারলেন?
স্বামী: হ্যাঁ।
পুলিশ: তারপর আপনার শাশুড়ি একটা টেবিল ছুঁড়ে মারলেন?
স্বামী: হ্যাঁ।
পুলিশ: তারপর আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন?
স্বামী: জ্বি স্যার, যখন দেখলাম তারা দু’জনই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে। তখন আর সাহস পেলাম না।

***
দেরি হওয়ার কারণ
শিক্ষক: তুমি রোজ স্কুলে দেরি করে আসো কেন?
কাবুল: সাইন বোর্ডের কারণে স্যার।
শিক্ষক: কীসের সাইন বোর্ড?
কাবুল: ওই যে রাস্তার পাশে লেখা আছে, ‘সামনে স্কুল, আস্তে চলুন’।