আজকের জোকস : ৮ নভেম্বর, ২০২২
নব দম্পতির সিক্রেট
নব দম্পতির মাঝে কথা হচ্ছে—
স্ত্রী: যদি বলি আমার উপরের পাটির দাঁতগুলো বাঁধানো, তবে কি তুমি রাগ করবে?
স্বামী: মোটেই না, আমি তবে নিশ্চিন্তে আমার পরচুলা আর কাঠের পা-টা খুলে রাখতে পারব।
***
চিড়িয়াখানায় বাঘ দেখতে বাবা-ছেলে
চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ংকর প্রাণি, কী ভীষণ হিংস্র সে!
ছেলে: (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে...!
বাবা: (আদুরে স্বরে) কী হবে তাহলে?
ছেলে: আমি বাসায় যাব কীভাবে!
বিজ্ঞাপন
****
নেতার ঘরে আগুন
এক নেতা গ্রেফতার হওয়ার পর তার কর্মীরা মিছিল করছে—
কর্মী: নেতা ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।
নেতা: দেখিস, দেখিস, আমার ঘরে আবার আগুন দিস না।
বিজ্ঞাপন