আজকের জোকস : ৩ ডিসেম্বর, ২০২২
তিন পাগলের অংক করা
দীর্ঘদিন চিকিৎসা করার পর তিন পাগলকে নিয়ে বসেছেন চিকিৎসক—
চিকিৎসক: বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়?
১ম পাগল: ৩৯৮
হতাশ চিকিৎসক দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
২য় পাগল: মঙ্গলবার
হতাশ হয়ে চিকিৎসক তৃতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
তৃতীয় পাগল: ৯
চিকিৎসক: ভেরি গুড! এবার বলো তো, তুমি এটা কীভাবে বের করলে।’ খুশি হয়ে বললেন চিকিৎসক।
৩য় পাগল: খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি!
***
বিজ্ঞাপন
তুমি কোথাকার বিল গেটস
বাবা: তোমার রেজাল্টের খবর কী?
বল্টু: হেডমাস্টারের ছেলে ফেল করেছে!
বাবা: আর তুমি?
বল্টু: ডাক্তারের ছেলেও!
বাবা: তোমার রেজাল্ট?
বল্টু: ওই উকিলের ছেলেও!
বাবা: দুষ্টু ছেলে, আমি তোমারটা জানতে চাইছি...
বল্টু: তুমি কোথাকার বিল গেটস যে, তোমার ছেলে পাস করবে! তাই ফেল করেছি।
***
বিজ্ঞাপন
হেডস্যারের ‘আদর্শ স্ত্রী’
নান্টু: সম্ভবত শোকাবহ ঘটনার কারণে আগামীকাল আমাদের কলেজ বন্ধ ঘোষণা করা হবে?
রনি: কেন কেন? কীসের শোকের ঘটনা!
নান্টু: আজ ক্লাসে দেওয়া প্রিন্সিপ্যাল স্যারের ‘আদর্শ স্ত্রী’ বিষয়ক আধাঘণ্টার বক্তব্য রেকর্ড করেছি। এইমাত্র অডিও ক্লিপটা তার মিসেসকে ইনবক্স করলাম।
রনি: হায় হায়, তুই এইটা কী করলি রে!