ঘর নিরাপদ রাখতে যে তালা উপযোগী
ক্রেতা: আরে ভাই, এটা কী তালা দিয়েছেন, সারা দুনিয়ার চাবি ঢুকালেই খুলে যায়! এমনকি সেফটিপিন ঢুকালেও খোলে!
বিক্রেতা: তাহলে ভাই এই তালাটা নেন, আর সমস্যা হবে না।
ক্রেতা: এটা ভালো তো?
বিক্রেতা: ভালো মানে? এই তালা একবার মারলে এটার নিজের চাবি দিয়াও খোলা যায় না!

****
ধন্যবাদ, আবার দেখা হবে
এক বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে বাড়ি ফিরল। সুস্থ হয়ে উঠার পর তার এক বন্ধুর সঙ্গে দেখা—
১ম বন্ধু: বলল, দোস্ত, চল রাস্তা থেকে ঘুরে আসি।
২য় বন্ধু: না দোস্ত, আমি বাইরে যাব না।
১ম বন্ধু: কেন? কী সমস্যা?
২য় বন্ধু: ওই ট্রাকের পেছনে লেখা ছিল, ধন্যবাদ! আবার দেখা হবে!’

****

কে বেশি বোকা
একদিন অফিসের বস আর এক কর্মচারীর মধ্যে কথা হচ্ছে—
কর্মচারী: জানেন বস, আমাদের পিয়নটা খুবই বোকা!
বস: তাই নাকি? তা কী করল সে?
কর্মচারী: বোকাটাকে বললাম, আমি অফিসে এসেছি কিনা তা আমার স্ত্রীর কাছ থেকে জেনে নিতে। সে করল কী, দৌড়ে আমার বাসায় চলে গেল!
বস: আসলেই আপনি ঠিক বলেছেন।
কর্মচারী: আরে বোকা, এর জন্য বাসায় দৌড়াতে হয় নাকি! আমার বউকে ফোন দিলেই হয়, আমি অফিসে এসেছি কিনা!