আজকের জোকস : ৩০ নভেম্বর, ২০২২
মাটি কতদূর
জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক কুস্তিগীর জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল—
কুস্তিগীর: এখান থেকে মাটি কতদূর?
ক্যাপ্টেন: দুই কিলোমিটার।
কুস্তিগীর: হাহ্! দুই কিলোমিটার তো আমি এক নিমেষে সাঁতরে পার হতে পারি, বলেই পানিতে ঝাঁপিয়ে পড়লো।
ক্যাপ্টেন: কোথায় যাচ্ছেন আপনি?
কুস্তিগীর: আপনি বলুন কোন দিকে যাব?
ক্যাপ্টেন: নিচের দিকে!
****
বিজ্ঞাপন
কাজ না করার শাস্তি
এক ইঁচড়ে পাকা ছাত্র স্যারের কাছে জানতে চাইলো—
ছাত্র: স্যার, আমি যে কাজটা করিনি, তার জন্য কি শাস্তি পাব?
শিক্ষক: কখনোই না। যেটা তুমি করোনি, তার জন্য কেন শাস্তি পাবে।
ছাত্র: স্যার, গতকাল আমাকে যে পড়া আর হোমওয়ার্ক দিয়েছিলেন, সেটা আমি করিনি। আশা করছি, আপনি কথা রাখবেন।
***
বিজ্ঞাপন
কথার প্যাঁচ
ছোট্ট আরিয়ান গেছে বন্ধু সোহানের বাড়ি—
সোহানের মা: কী চাই?
আরিয়ান: আন্টি, সোহান কি বাইরে এসে আমাদের সঙ্গে ফুটবল খেলতে পারে?
সোহানের মা: না! বাইরে ভীষণ গরম!
আরিয়ান: ঠিক আছে, আন্টি। সোহান না হয় না এলো। সোহানের ফুটবলটা কি বাইরে এসে আমাদের সঙ্গে খেলতে পারে?