চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৩৭ তম সিন্ডিকেট বাতিলের দাবিতে ছাত্রলীগের একাংশ অবস্থান নিয়েছেন। শনিবার (৫ মার্চ) রাত ৮টা দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তারা। রাত সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। 

এ সময় তাদের হাতে ‘টাকা দিয়ে নিয়োগ মানি না, মানবো না’, ‘দালালের এই সিন্ডিকেট ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি লেখা সংবলিত ফেস্টুন দেখা যায়।

এ বিষয়ে চবি ছাত্রলীগের একাংশের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ঢাকা পোস্টকে বলেন, ফোনালাপ ফাঁস হওয়াতে একটা বিভাগের নিয়োগ বাতিল করলেও অন্যগুলো ঠিকই নিজেদের মতো করে দিয়েছে তারা। এখানে কোনো প্রকার স্বচ্ছতা ছিল না। সব কিছু মনগড়া। আমরা এই সিন্ডিকেট বাতিলের দাবি জানাই। এটা ভেঙে না দিলে আমাদের কর্মসূচি চলমান থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, কিছু শিক্ষার্থী প্রধান ফটকে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সঙ্গে আলাপ করছি।

রুমান/আরএআর