বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চতর গবেষণার জন্য জবিতে ‘বঙ্গবন্ধুর চেয়ার ও রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন। তিনি বলেছেন, অনেক শিক্ষক মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন, কাজে নয়। বঙ্গবন্ধুর আদর্শবিরোধী কাজ করে অনেক শিক্ষক পত্রিকার শিরোনাম হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে জবির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় আবুল হোসেন এ দাবি জানান। সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকেই মুখে বড় বড় কথা বলেন। কিন্তু তাদের কাজে আসলে বঙ্গবন্ধুর আদর্শ নেই।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু যে অবিসংবাদিত নেতা তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। বঙ্গবন্ধু শিক্ষকদের যে শুধু সম্মানের আসনে তুলে ধরেছেন তাই নয় বরং চতুর্থ শ্রেণি কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য ছাত্রত্বও হারিয়েছেন। সংগঠন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তবে কখনো চাঁদাবাজি করেননি। তিনি সব সময় মেহনতি মানুষের জন্য কাজ করেছেন।

আলোচনা সভায় জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান, সব অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভার আগে সকাল ১০টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, মাইম সোসাইটি, বাংলাদেশ তরুণ কলাম লেখক জবি, ভাষা শহীদ রফিক স্মৃতি পরিষদ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সমিতি।

এমটি/এমএইচএস