বিইউপিতে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন
নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মিলাদ মাহ্ফিল, বিশেষ মোনাজাত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা সভা, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে রচিত গান এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
আলোচনা সভায় বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির সকল উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এনএফ
বিজ্ঞাপন