নবীনদের বরণ করে নিল ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো ঢাকা কলেজে ভর্তি হওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবাগত শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (২৪ মার্চ) কলেজের শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন ও শিক্ষক পরিষদ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার।
নবীন বরণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ১৮১ বছর ধরে ঢাকা কলেজ তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। প্রতিষ্ঠানটি যেমন গৌরবময় তেমনি ঐতিহ্যবাহীও। তাছাড়া ঢাকা কলেজের অগাধ ত্যাগ-তিতিক্ষার ফলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। তাই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অংশ হিসেবে নিজেদেরকে দেশ গড়ায় কারিগর হিসেবে নিয়োগ করাতে হবে।
বিজ্ঞাপন
আরএইচটি/এনএফ