ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা হল রাখার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ মঞ্চ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হলের নাম পরিবর্তনের দাবিতে শনিবার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধুর খুনি, গণতন্ত্র হরণকারী ও স্বৈরশাসকের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের নাম থাকতে পারে না। আমরা আগেও এ দাবি জানিয়েছি। আর এখন তো রাষ্ট্রীয়ভাবে তার খেতাব বাতিলের কথা চলছে। আশা করি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দৃষ্টি দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানানো হবে কি-না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, না। আপাতত এ দাবিতে আমরা শুধু মানববন্ধন করব।

এর আগে ২০১৮ সালে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা হল নামকরণের দাবি জানিয়েছিল। ১৯৮৮ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামানুসারে এ হলের নামকরণ করা হয়। বর্তমানে এতে আবাসিক ছাত্রের সংখ্যা ১ হাজার ২০৫ জন এবং অনাবাসিক ছাত্রের সংখ্যা ৩ হাজার ৭৫২ জন।

আরএইচ/এমএইচএস