ঢাবির এএফ রহমান হলের বর্ধিতাংশ শাহনেওয়াজ ভবনের পাশেই ডাস্টবিন/ ছবি: ঢাকা পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের বর্ধিতাংশ শাহনেওয়াজ ভবনের উত্তর পাশে মাত্র ১০ ফুট দূরত্বে ডাস্টবিন স্থাপন করায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

রাজধানীর নিউ মার্কেটের পেছনে অবস্থিত এ ভবনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা থাকেন। গত ৮ ফেব্রুয়ারি রাতে ভবনের পাশে ও আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে ডাস্টবিন স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডাস্টবিন স্থাপনের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর নিউ মার্কেটের বটতলায় অবস্থিত ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা। চারুকলা অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল কাফির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শাহনেওয়াজ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদ হিসেবে রোড পেইন্টিং করেন।

হলের পাশেই ডাস্টবিন স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন/ ছবি: ঢাকা পোস্ট

শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুল্লাহ আল কাফী ঢাকা পোস্ট-কে বলেন, ডাস্টবিন স্থাপনের বিষয়টি আমরা হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে জানিয়েছি। তারা বলছেন, দেয়াল ঘেঁষে না হওয়ায় সমস্যা হওয়ার কথা না।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্থাপিত ডাস্টবিন যে দুর্গন্ধ ছড়াবে, এতে শিক্ষার্থীদের হলে থাকা কঠিন হয়ে পড়বে। ডাস্টবিনের দুর্গন্ধ আশপাশের পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলবে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়াবে। তাছাড়া ডাস্টবিনের পাশে ওয়ানওয়ে রোড থাকায় তীব্র যানজট সৃষ্টি হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী ঢাকা পোস্ট-কে বলেন, আমরা শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ডাস্টবিন অঞ্চল দেখে এসেছি। এটি যেহেতু দেয়াল ঘেঁষে না, তাই সমস্যা হওয়ার কথা না। তাছাড়া, সিটি করপোরেশন ভেবেচিন্তেই এখানে ডাস্টবিন স্থাপন করেছে। তবুও আমরা তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। শিক্ষার্থীরাও তাদের পরামর্শ কর্তৃপক্ষকে জানাতে পারে। 

আরএইচ/এফআর