ছাত্র ইউনিয়নের ‘শোষণবিরোধী’ মিছিল
শাহবাগ থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ মিনার, শিক্ষা অধিকার চত্ত্বর, নূর হোসেন চত্ত্বর প্রদক্ষিণ করে।
দেশে শোষণ বিরাজ করছে দাবি করে বিরাজমান সকল শোষণ গুঁড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ‘শোষণবিরোধী মিছিল’ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে মিছিলটি রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনার, শিক্ষা অধিকার চত্ত্বর, নূর হোসেন চত্ত্বর প্রদক্ষিণ করে পল্টন মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
এর আগে শাহবাগ মোড়ে ছাত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে মিছিলটি শুরু করেন । এসময় তারা অব্যাহত ধর্ষণ-নিপীড়ন, রাষ্ট্রায়ত্ত কলকারখানা বেসরকারিকরণ, ও শোষণের বিরুদ্ধে স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। মিছিলটি শাহবাগ থেকে শহীদ মিনারে পৌঁছালে ‘তুই ধর্ষক’ শীর্ষক ফ্ল্যাশ মব প্রদর্শিত হয়। সেখান থেকে আবারও মিছিল নিয়ে ছাত্র ইউনিয়ন শিক্ষা অধিকার চত্ত্বরে আসে।
বিজ্ঞাপন
শেষে মিছিলের সমন্বয়ক এবং ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি তাহসীন মল্লিকের সভাপতিত্বে পুরনো পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শোষণ একটা সামগ্রিক বিষয়। তা স্রেফ নানা রূপে আমাদের সামনে আবির্ভূত হয়। তার বিরুদ্ধে লড়াই করার একমাত্র কার্যকর উপায় যাবতীয় লাঞ্ছিতকে এক পতাকার নিচে আনা। বর্তমান সময়ে বিরাজ করা মনস্তাত্ত্বিক ও সামাজিক বিচ্ছিন্নতাকে জয় করার লড়াইয়ের প্রথম পদক্ষেপ এই মিছিল। রাষ্ট্র ও সমাজে বিদ্যমান প্রত্যেকটা সংকট পরস্পরের সাথে জড়িত, কোনোটাই বিচ্ছিন্ন নয়। তাই এই শোষণ বিরোধী মিছিল কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে সংঘটিত হয়নি, হয়েছে সকল শোষণের বিরুদ্ধে যূথবদ্ধ প্রতিবাদ হিসেবে।
বিজ্ঞাপন
এনএফ