বন্ধ ক্যাম্পাসে জবি শিক্ষার্থীদের বসন্ত বরণ
বন্ধ ক্যাম্পাসে নানান রকমের খুনসুটি আড্ডায় মগ্ন শিক্ষার্থীরা
করোনাভাইরাসের কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ দেশের সবকয়টি শিক্ষাপ্রতিষ্ঠান। তাই বলে থেমে নেই বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপন। বন্ধ ক্যাম্পাসেই সহপাঠীদের নিয়ে বসন্ত বরণে ব্যস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের বিচরণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে এক ভিন্ন আমেজ। পরনে পাঞ্জাবি, শাড়ি ও খোপায় ফুল নিয়ে আড্ডায় ব্যস্ত ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীদের আগমনে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও সৃষ্টি হয়েছে ভিন্ন অনুভূতি।
বিজ্ঞাপন
রোববার (১৪ ফেব্রুয়ারি) বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, শান্ত চত্বর ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে নানান রকমের খুনসুটি আড্ডায় মগ্ন থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়া ক্যাম্পাসের আশেপাশে বাহারি রকমের ফুলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সব মিলিয়ে ক্যাম্পাস এবং এর আশেপাশে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ।
বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাজরিয়ান সিকদার বলেন, ‘এক বছর পর ক্যাম্পাসে এসেছি। ঘরবন্দি জীবনের বিষণ্ণতা কাটাতে বন্ধুদের সঙ্গে বসন্ত উদযাপন করতে পেরে অনেক ভালো লাগছে। মূলত শীতের বিদায়ে প্রকৃতিতে যে পরিবর্তনের ছোঁয়া এসেছে সেটি দেখতে ক্যাম্পাসে আসা। বসন্ত আসলে মনের মধ্যে রঙিন অনুভূতির সৃষ্টি হয়।’
বিজ্ঞাপন
একই ব্যাচের আরেক শিক্ষার্থী রেহনুমা আফরিন বলেন, ‘কিছু সহপাঠী, বড় ভাই-আপুদের অভাব অনুভব করছি। তারা থাকলে বসন্ত উপলক্ষে আনন্দের এ মুহূর্তটি আরও ভালো লাগত। ১ বছর পর ক্যাম্পাসে এসেছি। সহপাঠীদের ছাড়া সময় তেমন ভালো কাটছে না।’
এমএইচএস