ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) ২০২৩ এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।

বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর বারিধারার সোহরাওয়ার্দী এভিনিউতে অবস্থিত ঢাকা পোস্টের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ঢাকা পোস্টের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সম্পাদক মহিউদ্দিন সরকার এবং ডিআইএমএফএফের পক্ষে স্বাক্ষর করেন ফেস্টিভ্যাল ডিরেক্টর সামবিতুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এইচ এম গোলাম মুর্তজা, হেড অব এন্টারটেইনমেন্ট রবিউল ইসলাম জীবন ও মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হক।

‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, নতুন যোগাযোগ’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব।

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র‍্যাংকিংয়ের এন্টারপ্রেনরিয়াল স্পিরিট ক্যাটেগরিতে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব বিশ্বে ২৫তম স্থান অর্জন করেছে।

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব ২০২৩ এর চলচ্চিত্র জমাদানের শেষ তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর। এবারের আসরে ভার্টিক্যাল ফিল্ম এবং মোজো স্টোরিসহ সর্বমোট ৫টি ভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দিতে পারবেন অংশগ্রহণকারীরা।

এমএইচএস