হল খোলার জন্য নির্দেশ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেন।

তারা বলেন, করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একুশে ফেব্রুয়ারিতে শহীদের মিনারের বেদিতে দল বেঁধে ফুল দিয়েছে। এখন আর করোনার ভয় নেই আমাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এরমধ্যে হল খোলার সিদ্ধান্ত না দিলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এসময় শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে এবং দ্রুত হল খোলার সিদ্ধান্ত নিক। আমরা ২৫ ঘন্টা বা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি না। আমরা জানি, এসব সিদ্ধান্ত নিতে অফিসিয়াল কাজ আছে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭২ ঘণ্টার মধ্যে হল খোলার লিখিত আশ্বাস দিক আমাদের।  এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি আন্দোলন। আমরা কোনো সহিংস আন্দোলন করতে চাই না। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারক লিপি দিতে এলে উপাচার্য কার্যালয়ের মূল ফটকে তালা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে, মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেছেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আগের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। তাই তারা চান দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারির মধ্যে হল খুলে দেওয়ার ঘোষণা দিক। ১ মার্চ সকালে একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে চান শিক্ষার্থীরা। হল খুলে দিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

বেলা ১২টার দিকে স্লোগান দিতে দিতে শহীদুল্লাহ হল ও অমর একুশে হলে জোরপূর্বক ঢুকতে দেখা যায় শিক্ষার্থীদের। 

এমএসি/এমএইচএন/আরএইচ