ঢাবিতে বাংলাদেশের বিবর্তিত গ্রামীণ জীবনবিষয়ক সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শতবর্ষ গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ‘বাংলাদেশের বিবর্তিত গ্রামীণ জীবন : রাজশাহী জেলা প্রসঙ্গ’ শীর্ষক সেমিনার বুধবার (২৪ আগস্ট) আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিজ্ঞাপন
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ. শাফি প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
তিনি এই গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য গবেষক দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের গবেষণা অতীত ও বর্তমান প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে। সমাজের পরিবর্তন বা বিবর্তনের ধারা জানা থাকলে কীভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারি। এ ধরনের গবেষণা কার্যক্রম আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এইচআর/এসকেডি