ঢাবি অধিভুক্ত সাত কলেজ
বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রে আসছেন পরীক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে ভর্তির পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
বিজ্ঞাপন
পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। এবার ৫ হাজার ৩১০টি আসনের বিপরীতে ভর্তির জন্য প্রায় ২৬ হাজার ৫০০টি আবেদন পড়েছে ৷ অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন পাঁচজন করে পরীক্ষার্থী।
সকালে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র, ইডেন মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায় নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষার্থী ও অভিভাবকরা চলে এসেছেন। মূলত বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অধিকাংশ পরীক্ষাই ইতোমধ্যে শেষ হয়েছে। আজকের পরীক্ষার মধ্যে দিয়ে সাত কলেজের ভর্তি পরীক্ষার কার্যক্রমও শেষ হবে।
বিজ্ঞাপন
কেন্দ্রে আসা অধিকাংশ শিক্ষার্থীই বলছেন, রাজধানীর সরকারি সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে ঢাকায় মূল অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো সরকারি প্রতিষ্ঠান নেই। বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও শিক্ষা খরচ তুলনামূলক বেশি। তাই ঢাকায় থেকে উচ্চশিক্ষা নিতে চাওয়া এসব শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে সাত কলেজ।
হাবিবউল্লাহ তানিম নামের এক পরীক্ষার্থী বলেন, দুর্ভাগ্যবশত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়নি। এখন সব শেষ সুযোগ হিসেবে সাত কলেজে পরীক্ষা দিচ্ছি। সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিয়েছি, আশা করি এবার সুযোগ হবে। আমার পরিবার ঢাকায় অবস্থান করায় বাইরে গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়। তাই সাত কলেজের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিয়েছি।
দিনাজপুর থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা আরেক শিক্ষার্থী হুরায়রা নাজনীন সুপ্তি বলেন, গুচ্ছ পরীক্ষার মতো সাত কলেজের পরীক্ষাগুলোও যদি দেশের বিভাগীয় শহরগুলোতে নেওয়া সম্ভব হয় তবে আমাদের জন্য ভালো হতো। অনেক দূর থেকে আসতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলেই এ ধরনের আয়োজন সম্ভব। এতে করে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও বিধি মোতাবেক সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো শুরু হয়েছে। কোনো পরীক্ষার্থী যেন মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র (প্রবেশপত্র ছাড়া), ইলেক্ট্রনিক ডিভাইস সংবলিত ঘড়ি ও কলম, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটি এম কার্ডসহ অবৈধ কোনো কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
ঢাকা কলেজ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ বলেন, আমরা লক্ষ্য রাখছি যেন কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করতে না পারেন। ছেলে এবং মেয়ে আলাদা সারিতে ভেতরে প্রবেশ করছে। স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা চেকিং শেষেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে। আশা করছি সুন্দর পরিবেশেই শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আরএইচটি/এনএফ