তিতুমীর কলেজের ছাত্র মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া মামুনের সহপাঠীরা জানান, মামুন হাসান ছিলেন তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। গত ২৯ অক্টোবর ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় নিজ গ্রামে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রেমঘটিত মনোমালিন্য ও দ্বন্দ্বের জেরে মামুনের প্রেমিকার ছোট বোনের প্রেমিক তাকে হত্যা করেছে।
বিজ্ঞাপন
রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, মামুনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা সহপাঠী হিসেবে এ ঘটনায় অত্যন্ত ব্যথিত। তার এই অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। যতটুকু শুনেছি ইতোমধ্যেই ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন দোষী ব্যক্তিকে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।
রাবেয়া বসরি নামে আরেক শিক্ষার্থী বলেন, যেকোনো অন্যায় অপরাধ হলে তার বিচারের জন্য আইন আদালত বা স্থানীয় প্রশাসন রয়েছে। তারা বিচার করতে পারে। কিন্তু সরাসরি নিজের হাতে আইন তুলে নিয়ে তরতাজা একজন মানুষকে হত্যা করা অন্যায়। মামুন অত্যন্ত ভদ্র এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তাকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনোই চাই না আমাদের কোনো সহপাঠীর এমন করুণ মৃত্যু হোক। এই ঘটনায় অপরাধীর শাস্তি নিশ্চিতের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, একই উপজেলার কালিদহ ইউনিয়নের আপন দুই বোনের মধ্যে বড় বোনের প্রেমিক মামুন হাসান (তিতুমীর কলেজ ছাত্র) এবং ছোট বোনের প্রেমিক শাকিল মিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৯ অক্টোবর (শনিবার) তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন হাসানকে ছুরিকাঘাত করেন শাকিল মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান মামুন হাসান। পরবর্তীতে শাকিল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আরএইচটি/এসকেডি