নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দল জয়ী
সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর (বামে) ও সাধারণ সম্পাদক ড. এস এম মাহবুবর রহমান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল জয়ী হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে নীল দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সভাপতি পদে ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি পদে বিপ্লব মল্লিক, ড. মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক পদে ড. এস এম মাহবুবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম সেলিম জয়ী হয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে ড. ফাহাদ হোসাইন, শিক্ষা ও গবেষণা পদে ড. লতিফা বুলবুল, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ আব্দুস সালাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শাহীন কাদের ভুইয়া, সদস্য পদে ড. ফিরোজ আহমেদ, ড. মোহাম্মদ আনিসুজ্জামান, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, বাদশা মিয়া ও ড. অতুন সাহা বিজয়ী হয়েছেন।
বিজ্ঞাপন
সভাপতি পদে বিজয়ী হওয়া ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনে অন্য কেউ অংশগ্রহণ না করায় আমরা নীল দলের পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আগামী দিনগুলোতে শিক্ষকদের সকল প্রয়োজনে শিক্ষক সমিতি পাশে থাকবে।
এর আগে গত মঙ্গলবার বিধি লঙ্ঘন করে গঠনতন্ত্রে সংশোধনী আনার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দেয় স্বাধীনতা শিক্ষক পরিষদ।
এ সময় স্বাধীনতা শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ৭ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ওই তফসিল অনুযায়ী আগের নির্ধারিত ১১টি পদের পরিবর্তে নতুন করে আরও ৪টি পদ সংযুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত। তাই আমরা এই নির্বাচন বর্জন করলাম।
হাসিব আল আমিন/এসপি