টিকা নেওয়ার এক মাস পর করোনায় আক্রান্ত ঢাবি উপ-উপাচার্য
ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল
টিকা নেওয়ার এক মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে তিনি নিজেই ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৭ ফেব্রুয়ারি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল করোনার টিকা নেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ মার্চ) তার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন।
তিনি বলেন, ‘গতকাল আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর থেকে বাসায় কোয়ারেন্টাইনে আছি। আমি টিকা নিয়েছি। আশা করি ক্ষতি কম হবে, বাকিটা আল্লাহর ইচ্ছে।’
বিজ্ঞাপন
পরিবারের আর কেউ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন কি-না, জবাবে মাকসুদ কামাল বলেন, ‘আমার পরিবারের সদস্যরা গত বছরের অক্টোবর মাসে করোনায় আক্রান্ত হয়েছিল। তখন আমি সুস্থ ছিলাম। এখন শুধু আমি আক্রান্ত।’
এইচআর/এফআর