আহ্বায়ক ছাড়াই চলছে ঢাবি ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব গত ১৭ ফেব্রুয়ারি আটক হওয়ার পর কাউকে দায়িত্ব না দেওয়ায় আহ্বায়ক ছাড়াই চলছে। ছাত্রদলের গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ না থাকলেও আহ্বায়ক দায়িত্ব পালনে অনুপস্থিত, আটক, অসুস্থ কিংবা বিদেশ সফরে থাকলে সচরাচর ১নং যুগ্ম আহ্বায়ক স্বাভাবিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করতে দেখা যায়।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে ১নং যুগ্ম আহ্বায়ককে দায়িত্ব পালনের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া আহ্বায়ক আটকের ২৭ দিন অতিবাহিত হলেও অনুষ্ঠানিকভাবে কাউকে আহ্বায়ক ঘোষণা করাও হয়নি।
বিজ্ঞাপন
১নং যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন ঢাকা পোস্টকে বলেন, স্বাভাবিকভাবে আমি দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু আমাকে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে না তা বোধগম্য নয়। এমন কি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় আমি ভারপ্রাপ্ত আহ্বায়ক হই সেক্ষেত্রে আমাকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে ফোন দিলে ফোন রিসিভ করছেন না। সরাসরি দেখা করলে আজ দিচ্ছি, কাল দিচ্ছি, দেব বলে এড়িয়ে যাচ্ছেন তারা। কেন এমন করা হচ্ছে, কার ইশারায় করা হচ্ছে সেটা আমার বোধগম্য নয়।
বিজ্ঞাপন
এদিকে আহ্বায়কের অনুপস্থিতিতে ঢাকায় বিএনপির মহাসমাবেশসহ কয়েকটি প্রোগ্রামে সদস্য সচিব আমান উল্লাহ আমানকে নেতৃত্ব দিতে দেখা যায়। ভারপ্রাপ্ত আহ্বায়কের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কেন্দ্রীয় সংসদ থেকে এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে ফজলুর রহমান খোকন বলেন, যেহেতু আহ্বায়ককে অব্যাহতি বা বহিষ্কার করা হয়নি, সেহেতু স্বাভাবিকভাবে ১নং যুগ্ম আহ্বায়ক দায়িত্ব নেওয়ার কথা। এখানে প্রেস রিলিজ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১নং যুগ্ম আহ্বায়ক দায়িত্ব না নিয়ে প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা চাচ্ছেন। তাই জটিলতার সৃষ্টি হয়েছে। তারপরও আমরা দুই তিন দিনের মধ্যে প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা দেব।
এইচআর/ওএফ