১০১ চিত্রকর্মে সেজেছে রাজু ভাস্কর্য/ ছবি- ঢাকা পোস্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে ১০১টি চিত্রকর্ম দিয়ে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য। বুধবার (১৭ মার্চ) রাজু ভাস্কর্যের চারপাশ এসব চিত্রকর্ম দিয়ে সাজিয়েছেন মো. হৃদয় মিয়া নামের এক শিক্ষার্থী। 

হৃদয় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার ১০১টি চিত্রকর্ম প্রদর্শনীর শিরোনাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধুকে জানলে জানা যাবে বাংলাদেশকে।’

কিশোরগঞ্জের হৃদয়

প্রদর্শনীতে ‘শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব’, ‘মুজিব মানেই আমার শক্তি’, ‘শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তি সংগ্রাম’, ‘মুজিব মানেই মুক্তি’, ‘দীপ্ত শপথ মুজিব বর্ষে আমরা যাব সবার শীর্ষে’- এমন অনেক বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বাণী রয়েছে। 

বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিনে এই আয়োজন

বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রকর্ম আঁকার কারণ জানতে চাইলে হৃদয় বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসে এসব চিত্রকর্ম অঙ্কন করেছি। এখন পর্যন্ত আঁকা আড়াইশ ছবি থেকে ১০১টি ছবি এখানে প্রদর্শন করছি। মানুষ ছবিগুলো দেখে বঙ্গবন্ধুকে জানবে এবং বঙ্গবন্ধুর আদর্শ লালন করবে।

এইচআর/এইচকে