সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের বাড়িতে হামলাকে 'সাম্প্রদায়িক' দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মৌলবাদের বিরুদ্ধে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

শনিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে সংগঠনটির সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মশাল মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন সাম্প্রদায়িক হামলা করা হয়েছিল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও একই ধরনের হামলা করা হচ্ছে। এটা আমরা মেনে নিতে পারি না। মামুনুল হকদের এমন সাম্প্রদায়িক হামলা এবারই প্রথম নয়, তবুও সরকার তাদের বিচার করে না। সরকার তাদের সঙ্গে আপস করে চলতে চায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

এইচআর/এসকেডি